NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হিমন্তের আশ্বাসে ডিমা হাসাওয়ে বনধ প্রত্যাহারDima Hasao bandh withdrawn on assurance of Himanta
১১ ফেব্রুয়ারি : মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার আশ্বাসে ডিমা হাসাওয়ে অনির্দিষ্টকালীন বনধ প্রত্যাহৃত হয়েছে৷ এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন বনধের ডাক দিয়েছিল। তাদের দাবি, ডিমা হাসাওকে ভাগ করে আলাদা জেলা গঠন করতে হবে। সঙ্গে চাই স্বশাসিত পার্বত্য পরিষদ৷
পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল ১০টা নাগাদ পিকেটারের একটি দলকে হাফলং শহরে প্রবেশে বাধা দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডিমা হাসাওয়ের ডিএফও রমেন দাস তাঁর বলেরো গাড়ি নিয়ে একটি বৈঠক থেকে ফেরার পথে পিকেটারদের হামলার মুখে পড়েন৷ পিকেটাররা তাঁর বলেরো গাড়িটি জ্বালিয়ে দেয়। এর পরই প্রশাসনিক পর্যায়ে বনধ প্রত্যাহার করানোর নানা কৌশল গ্রহণ শুরু হয়৷ মন্ত্রী বিশ্বশর্মার দৃষ্টিতেও নেওয়া হয় বিষয়টি৷ তিনিই তাদের দাবি নিয়ে কথা শুনতে সম্মত হয়েছেন৷ ওই প্রেক্ষিতেই শেষে বনধ প্রত্যাহারের ঘোষণা করা হয়৷