Barak UpdatesHappeningsBreaking News
জালে আটকে একতার প্রমাণ দিল বানরদল, শেষরক্ষা মানুষেরই হাতে
২০ সেপ্টেম্বরঃ মানুষ-মানুষে হিংসা বাড়ছে প্রতিদিন। এই সময়ে একতার প্রমাণ দিল একদল বানর। শনিবার কাটিগড়ার খেলার মাঠে ফুটবল গোলপোস্টের জালে আটকে পড়ে একটি বানর। বেশ কিছু সময় চেষ্টা করে নিজেকে মুক্ত করার। কিন্তু ফল মেলে বিপরীত। টানাটানিতে আরও জড়িয়ে যায়। শেষে শুরু হয় আর্ত চিৎকার। আশেপাশের সমস্ত বানর জড়ো হয়ে যায়। তারাও নানা কসরতে বন্দিমুক্তির প্রয়াস চালায়। কিন্তু সফলকাম হতে পারেনি।
সময় যত গড়ায়, বানরের সংখ্যা বাড়তে থাকে। এত বানর এল কোথা থেকে, কাটিগড়ার মানুষ বিস্মিত! ওই এলাকায় দুই-তিনটি বানরকেই যে ঘুরতে দেখা যায়। শতাধিক বানর দেখে মানুষও সাহস পাচ্ছিল না এগোতে। কিন্তু এই অবস্থা সইতে পারছিলেন না এলাকার একদল যুবক। তারা জোট বেঁধে লাঠি হাতে বানরের দলকে তাড়িয়ে পৌঁছে যান গোলপোস্টে। দুইজন বানরটিকে জালমুক্ত করার চেষ্টা চালান। বাকিরা পাহারা দেন। শেষে সাফল্য মেলে।
কিন্তু জালে আটকে সে এতটাই বিধ্বস্ত হয়ে পড়ে যে, নড়তে পারছিল না। যুবকেরা তাকে মাঠে রেখে চলে আসেন। বন্ধু-পরিজনেরা তখন দলে দলে তার কাছে যায়। পরে তাকে নিয়েই স্থানত্যাগ করে। এই ঘটনা কাটিগড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।