Barak UpdatesHappeningsBreaking News
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মেহেরপুর শাখায় গ্রাহক দুর্ভোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নালিশ
ওয়েটুবরাক, 25 নভেম্বর ঃ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মেহেরপুর শাখায় গ্রাহক দুর্ভোগ চরমে উঠেছে বলে অভিযোগ করল সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ। নানা অভিযোগ তুলে ধরে সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপকুমার দে বলেন, ব্যাঙ্কে পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই। পাসবুক প্রিন্টিং মেশিন এবং এটিএম গত এক বছর ধরেই শো-কেস হয়ে পড়ে রয়েছে। কাছাকাছি এলাকায় এই ব্যাঙ্কের কোনও এটিএম নেই। পাসবুক আপডেট করাতেও সমস্যা। সঙ্গেসঙ্গে সম্ভব হয় না। প্রায়ই পাস বুক রেখে আসতে হয়।
তিনটি ক্যাশ কাউন্টার আগে একসঙ্গে কাজ করলেও এখন এক কাউন্টারে নরী-পুুরুষ, যুবক-বৃদ্ধ সবাইকে টাকা তোলা হোক কিংবা জমা করা, এক লাইনে দাঁড়াতে হয়। ছোট অঙ্ক বা বড় অঙ্ক সবাইকে ওই এক কাউন্টারে দাঁড়িয়ে কাজ সারতে হয়।
উদ্বেগের সঙ্গে অধ্যাপক দে বলেন, এই শাখায় কোনও নিরাপত্তা কর্মী নেই। তিনি এ সব ব্যাপালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উত্তর-পূর্ব সার্কলের সার্কল অফিসারকে চিঠি লেখেন৷ দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান৷