Barak UpdatesHappeningsBreaking News

পঞ্চায়েত রোডে গো-মাংসের পরিত্যক্ত অংশ? সাময়িক উত্তেজনার পর পরিস্থিতি শান্ত

ওয়েটুবরাক, ২২ জুলাই : গো-মাংসের পরিত্যক্ত অংশ ঘিরে শিলচর পঞ্চায়েত রোডে সকালে উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন৷ বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে৷

একটি বস্তা থেকে পঞ্চায়েত রোড এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ৷ একজন অটোচালক দুর্গন্ধের উৎস সন্ধানে বস্তাটির কাছে গিয়ে দেখতে পান, গরুর চামড়া-নাড়িভুড়ি তাতে পুরে কে ওই এলাকার পুকুর পারে ফেলে গিয়েছে৷ খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের সদস্যরা সেখানে ছুটে যান৷ স্থানীয় যুবকদের সঙ্গে কিছুটা বচসা বাঁধে৷ তবে তা বড় রূপ নেওয়ার আগেই পুলিশ কর্তারা সিআরপি জওয়ানদের নিয়ে উপস্থিত হন৷ তারা ঘটনার তদন্তের আশ্বাস দেন৷ পরে সকলের উপস্থিতিতে বস্তাটিকে সেখানেই গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয়৷

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷ তাদের অভিযোগ, “একে পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাতাকে হত্যা করে আইন লঙ্ঘন করা হয়েছে৷ দ্বিতীয়ত, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্যই বস্তাটিকে খোলামেলা ফেলে রাখা হয়েছে৷” তাঁরা দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান৷ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে একেবারেই স্বাভাবিক৷ তদন্ত চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker