Barak UpdatesHappeningsBreaking News
নোটিশ ছাড়াই বিহাড়ায় ৯৬ শ্রমিক ছাটাই, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারকে স্মারকপত্র
ওয়ে টু বরাক, ৩০ মে ঃ কোন ধরনের নোটিশ জারি না করেই বিহাড়া রেল ট্র্যাক কংক্রিট প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৯৬ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন সেইসব শ্রমিক পরিবারের সদস্যরা। অবিলম্বে বিনা শর্তে শ্রমিকদের কাজে পুনরায় বহাল করার দাবিতে কাছাড়ের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন।
সোমবার ইউনিয়নের এক প্রতিনিধিদল অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের সঙ্গে দেখা করে তাঁর হাতে এই স্মারকপত্র তুলে দেন। ছাঁটাই করা ৯৬ জন শ্রমিককে বিনা শর্তে পুনরায় কাজে যোগদান করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে দাবি জানান তারা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা বলেন, স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করে বহিঃরাজ্যের শ্রমিকদের নিযুক্তি দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাজ করার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন তিনি। বিহাড়ার জনগণ ছাটাই হওয়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তারা।
অবিলম্বে শ্রমিকদের কাজে পুনরায় বহাল করা না হলে বিহাড়ার জনগণকে সঙ্গে নিয়ে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে জানান।