Barak UpdatesHappeningsBreaking News
নেশা মুক্ত ভারত অভিযানে শিলচরেও র্যালি ২৬ জুন
শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে ড্রাগস সচেতনতা শিবির
ওয়েটুবরাক,২২ জুন: দেশের অন্যান্য অংশের সঙ্গে আগামী ২৬ জুন কাছাড় জেলায়ও নেশা মুক্ত ভারত অভিযানের মূলমন্ত্র সহ “মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস” পালন করা হবে । এ উদ্দেশ্যে একটি ড্রাগস সচেতনতা শিবিরও আয়োজন করা হবে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, সমাজে মাদকের ব্যবহার নির্মূল করা। এরই অঙ্গ হিসাবে কাছাড় জেলা প্রশাসন সিআরপিএফ কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী শুক্রবার সকাল ১০ টায় কাছাড় জেলাশাসকের নতুন কনফারেন্স হলে একটি ড্রাগস সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে । নেশা মুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে
সর্বস্তরে প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে ।
এছাড়া আগামী ২৬ জুন সকাল ১১টায় একটি র্যালি উপায়ুক্তের অফিস ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাব রোড, সেন্ট্রাল রোড, ভাওয়াল পয়েন্ট, গান্ধী বাগ রোড হয়ে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে।
এই র্যালি সমাবেশে যোগদান করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে ।