India & World UpdatesHappeningsBreaking News
নেপালে বিধ্বংসী ভূ-কম্প, মৃতের সংখ্যা ১৪১
গুয়াহাটি, ৪ নভেম্বর : ফের বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এ পর্যন্ত ১৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের পর পরই ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪১। ভূমিকম্পে কয়েকশ’ বহুতল ভবন ভূপাতিত হয়েছে।
নেপালের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র কাঠমান্ডু থেকে ৩৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল। জাজরকোট ও রুকুম পশ্চিম জেলায় ভূ-কম্পে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানেই সবথেকে বেশি মৃত্যু হয়েছে। পরিস্থিতির খোঁজ নিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড জাজরকোট পৌঁছেছেন।
ভূ-কম্পের প্রভাব দেখা গেছে ভারতেও। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব ও বিহারে কম্পন অনুভূত হয়েছে। তবে ভারতে এ পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। নেপালের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিন বাহিনীকে উদ্ধার অভিযানে নামতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদিও ভূ-কম্পে মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি নেপাল সরকারকে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ৭.৮ তীব্রতার কম্পন অনুভূত হয়েছিল। ওইসময় কম করেও ৯ হাজার লোকের মৃত্যু হয়েছিল।