India & World UpdatesHappeningsBreaking News
নেপালে কপ্টার দুর্ঘটনা, ৫ বিদেশি পর্যটক সহ হত ৬
ওয়েটুবরাক, ১১ জুলাই : নেপালে দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। অন্তত ছয়জন যাত্রী নিয়ে কপ্টারটি ভেঙে পড়েছে। যাত্রীদের মধ্যে পাঁচজন বিদেশি। মাউন্ট এভারেস্টের কাছে দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার কপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ মানাং থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়। কিন্তু ১৫ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নেপালের সোলুখুম্বু জেলার লিখুপিকে গ্রামীণ এলাকা লামজুরায় সেটি ভেঙে পড়ে।
ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কপ্টারটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছেন লামজুরার ডেপুটি মেয়র নওয়াং লাকপা শেরপা। অগ্নিদগ্ধ হয়েই কপ্টারের ছয় যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
কপ্টার দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে নেপাল প্রশাসন। মৃত পাঁচ বিদেশির পরিচয় জানা যায়নি। যান্ত্রিক গোলোযোগের জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়লে ক্রু সমেত বিমানের ৭২ জন যাত্রীরই মৃত্যু হয়েছিল।
(ছবিটি ওই ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার৷)