Barak UpdatesHappeningsBreaking News
নেট্রিপে বিনা মাশুলে অটোমোটিভ, ওয়েল্ডিং প্রশিক্ষণ
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর:– উধারবন্ধ নেট্রিপে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার স্পনসর করা অটোমোটিভ সার্ভিস টেকনিশিয়ান লেভেল ফোর এবং ওয়েল্ডিং টেকনিশিয়ান লেভেল থ্রি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে l প্রার্থীদের দশম শ্রেণী পাস হতে হবে, আধার কার্ড/ প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ডর কপি পঞ্জিয়ন করার সময় প্রয়োজন হবে l এছাড়া ব্যাঙ্ক পাস বুক-এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ফটোও লাগবে l
স্কিল ইন্ডিয়া মিশন-এর অধীনে নেট রিপেয়ার মেকানিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে দুই থেকে তিন মাসের এই প্রশিক্ষণ চলবে। আগামী ২৮ডিসেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের উধারবন্দের নেট্রিপে দরখাস্ত জমা দিতে হবে। এই প্রশিক্ষণের জন্য কোনও মাশুল বা ফি দিতে হবে না৷ বিস্তারিত বিবরণ উধারবন্দের (ঝাপিরবন্দ) নেট্রিপে পাওয়া যাবে বলে জনসংযোগের শিলচর আঞ্চলিক অফিস সূত্রে জানা গিয়েছে l