Barak UpdatesHappeningsBreaking News
নিয়োগ প্রক্রিয়ায় বাংলাকে ব্রাত্য করায় প্রবীণ নাগরিক মঞ্চের প্রতিবাদ
১৩ সেপ্টেম্বরঃ সরকারি নিযুক্তিতে বরাকের প্রার্থীদের বঞ্চিত করার পরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷ তাঁরা শিক্ষা ও স্বা্স্থ্য বিভাগের দুটি বিজ্ঞাপনের উল্লেখ করে পৃথক ভাবে বিভাগীয় মন্ত্রীকে স্মারকলিপি পাঠান৷
মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, ৬০ জন আরোগ্যমিত্র ও ৩৬৯ জন প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে৷ শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের অবশ্য হিন্দি, ইংরেজি ও অসমিয়া ভাষায় দক্ষতা থাকতে হবে৷ বরাক উপত্যকার জন্য ১০০টি পদ রয়েছে৷ কিন্তু বাংলাভাষার কথা উল্লেখ করা হয়নি৷ তাঁর প্রশ্ন, তবে কি বরাকউপত্যকায় যারা নিযুক্ত হবেন, তাদের বাংলা লাগবে না? বরাকের প্রার্থীদের যে মাধ্যমিকে অসমিয়া নেই, তারা কেউ কি আবেদন করতে পারবেন না? এতে সরকারি ভাষা আইন উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি৷
পাশাপাশি উল্লেখ করেন, একইভাবে প্রাদেশিকৃত হাই স্কুলগুলিতে ৫ হাজার ৭৪৬টি শিক্ষক পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে৷ সেখানেও মাধ্যমিক পরীক্ষায় প্রার্থীদের মাধ্যম অনুসারে সেই ভাষায় পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে৷ আবার ইংরেজি মাধ্যমে পাশ করা আবেদনকারীদের ক্ষেত্রে অসম সাহিত্য সভার অসমিয়া ভাষার ডিপ্লোমা কোর্স করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত করা হয়েছে৷ কিন্তু বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের যে সরকার অনুমোদিত বাংলাভাষার ডিপ্লোমা কোর্স রয়েছে, এর কথা উল্লেখই করা হয়নি৷ এর আগে অসমিয়ার পাশাপাশি বাংলাভাষার ডিপ্লোমাধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল, এ কথা জানিয়ে দিলীপবাবু বরাকের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ দাবি করেন৷