India & World UpdatesHappeningsBreaking News
নিশ্ছিদ্র নিরাপত্তায় মুম্বই পৌছলেন কঙ্গনা
৯ সেপ্টেম্বর : ওয়াই ক্যাটেগরি নিরাপত্তার মধ্যে মুম্বই পৌছলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর আগে আদালতের শুনানির অপেক্ষা না করেই কঙ্গনার কার্যালয় ভাঙা শুরু করে বিএমসি। প্রসঙ্গত, উদ্ধব ঠাকরেকে বাবরের সঙ্গে তুলনা করে কঙ্গনা বলেছিলেন, বাবর রামমন্দির ভেঙে দিয়েছে। কঙ্গনা পুনরায় বলেছেন, ‘আমার শত্রুরা আবার প্রমাণ করল মুম্বইকে কেন আমি পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলাম।’
বুধবার কঙ্গনা মুম্বইয়ে উপস্থিত হওয়ার আগেই বিএমসি কঙ্গনার পালিহিলে থাকা বাংলো ভাঙা শুরু করে। কঙ্গনা মুম্বই উপস্থিত হন ম্যানেজার রঙ্গোলি চান্ডেলের সঙ্গে। তাঁর বিমান বন্দরে অবতরণ করার আগে থেকেই প্রতিবাদ কর্মসূচি পালন করে শিবসেনা। এ দিকে, বিএমসি কঙ্গনার ঘর ভাঙার কাজ শুরু করার কিছুক্ষণ পর আদালত এই কাজ স্থগিত করার নির্দেশ দেয়। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী বলেন, অবৈধভাবে বিএমসি সম্পত্তির ওপর হাত দিয়েছে।
এ দিকে, কঙ্গনা মুম্বই পৌঁছনোর পর বিমান বন্দরেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। উল্লেখ্য, কঙ্গনার বাংলোর কাছেই তাঁর কার্যালয় ছিল। গত জানুয়ারি মাসে ৮০ কোটি টাকা খরচ করে এই কার্যালয় তৈরি করা হয়েছিল।