Barak UpdatesHappeningsBreaking News
নিশ্চিত না হয়ে করোনার কথা ছড়ালেই শাস্তি, ফরমান
২১ মার্চ : বর্তমানে করোনা সংক্রমণ সম্পর্কে যাচাই না করে প্রচুর সংখ্যক ভুয়ো খবর সোসিয়াল মিডিয়ায় ছড়ানো হচ্ছে৷ তাতে মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হচ্ছে l এ কথা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, যাচাই না করে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করা বিপর্যয় মোকাবিলা আইনের ৫৪ নম্বর ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধl
কাছাড়ের জেলাশাসক তথা জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান বর্ণালী শর্মা বলেন, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, যে কোনও ধরনের গুজবেই শাস্তি পেতে হবে৷ মুখে মুখে ছড়ানোর ক্ষেত্রেও রেহাই নেই৷ তাই তিনি সবাইকে পরামর্শ দেন, কেউ যেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার , ইনস্টাগ্রাম ইত্যাদিতে না জেনে কোনও খবর ছড়াবেন নাl
এ ধরনের কার্যকলাপে কোন ব্যক্তি জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে l এমনকী, সচেতনতা অভিযান, সচেতনতামূলক বার্তা জনগণের মধ্যে প্রচারের ক্ষেত্রেও কর্তৃপক্ষের অনুমোদন আবশ্যক বলে জেলাশাসক জানিয়েছেন৷ সচেতনতামূলক প্রচারের জন্য জেলা স্বাস্থ্যসেবা এবং মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে l