Barak UpdatesHappeningsBreaking News

নিলামবাজার কাণ্ড: করিমগঞ্জে বিক্ষোভ এসইউসিআইর শাখা সংগঠনের

১৮ নভেম্বর : নিলামবাজারে ত্রিপুরার দুই যুবতী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এসইউসিআই-র শাখা সংগঠনগুলি৷ অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন, এআইএমএসএস মঙ্গলবার করিমগঞ্জ শহরে বিক্ষোভ দেখায়৷ তারা জেলা কার্যালয় থেকে বেরিয়ে স্লোগান দিতে দিতে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছেন, সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর তিন সংগঠনের সম্পাদক ক্রমে নন্দনকুমার নাথ, পিকলু দাস ও সঞ্চিতা শুক্ল পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপারের হাতে একটি স্মারকপত্র তুলে দেন।

Rananuj

স্মারকপত্রে তাঁরা উল্লেখ করেন, করিমগঞ্জ জেলায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে। পুলিশ-প্রশাসন যথেষ্টভাবে সক্রিয় থাকলে শুক্রবারের এরকম ঘটনা ঘটতে পারত না। তাদের দাবি, পুলিশকে তদন্তের কাজ শীঘ্র সম্পন্ন করতে হবে৷ ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারকার্য পরিচালনা করে দ্রুত শাস্তি দেওয়া আবশ্যক । এই ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার কোনও প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা যাতে কেউ করতে না পারে সে ব্যবস্থা যেন নেওয়ারও দাবি জানায় তিন সংগঠন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker