Barak UpdatesHappenings
নিলামবাজারে মণ্ডপে ঢুকে পুজোর ঘটে লাথি, ধৃত তিন নাবালক হোমে
26 অক্টোবরঃ নিলামবাজার পুজোমণ্ডপে ঢুকে বিতর্কে জড়িয়ে পুজোর ঘটে লাথি মারে তিন কিশোর। ঘটনা নবমীর বিকেলে। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ অবশ্য দ্রুত মণ্ডপে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে৷ ১৮-অনূ্র্ধ্ব বলে তিনজনকেই হোমে পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, এই সময়ে পরিস্থিতি পুরো শান্তিপূর্ণ৷ সকল জনগোষ্ঠীর মানুষ মিলেমিশে সম্প্রীতি অক্ষুণ্ণ রেখেছেন৷