Barak UpdatesHappeningsBreaking News
বেতুকান্দি স্লুইস গেটের টেস্ট ড্রাইভ, মহিষা বিল থেকে চ্যানেল ধরে জল গেল বরাকে
ওয়ে টু বরাক, ৪ জুন ঃ বেতুকান্দি বাঁধের স্লুইস গেটের সফল টেস্ট ড্রাইভ রবিবার সম্পন্ন হয়েছে। গেটটি এ দিন সকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পর মহিষা বিল থেকে একটি চ্যানেল দিয়ে জল গিয়ে পড়েছে বরাক নদীতে। এর ফলে আগামী বর্ষার মরশুমে বেতুকান্দি বাঁধ নিয়ে শিলচরবাসীর মনে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এ দিন সফল টেস্ট ড্রাইভের সেই ভীতি অনেকটাই কম হয়েছে বলে মনে করা হচ্ছে।
কারণ গত বছরের ভয়াবহ বন্যার ছবি এখনও শিলচরবাসীর মনে তাজা রয়েছে। শহরের রাস্তা, অলিগলি সবকিছু বিশাল নদীর আকার নিয়েছিল। এরপর অবশ্য কয়েকবার মুখ্যমন্ত্রী এখানে এসে এই বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাছাড়া জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা এই বাঁধ পরিদর্শন করে জানিয়েছিলেন, পরবর্তী বন্যার আগে তাঁর বিভাগ এই স্লুইস গেটটি নির্মাণ শেষ করবে। জলসম্পদ মন্ত্রীর নির্দেশেই তড়িঘড়ি কাজ শেষ করে এ দিন টেস্ট ড্রাইভ করা হয়েছে।
রবিবার সকালে এই স্লুইস গেটের টেস্ট ড্রাইভ চালানোর সময় তা দেখতে উপস্থিত হয়েছিলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিভাগীয় অন্য আধিকারিকরা। ছিলেন স্থানীয় জনগণও।