Barak UpdatesBreaking News

নির্বাচনের দিন নিয়ে দুই ছাত্র সংস্থার হট্টগোল করিমগঞ্জ কলেজে
Clash between 2 student groups on election date at Karimganj College

৫ অক্টোবর : করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন দোরগোড়ায়। এ নিয়ে শুক্রবার সম্মুখ সমরে নামল দুই ছাত্র সংস্থা। ছাত্রদের বাকবিতণ্ডায় নিজের কক্ষেই অসুস্থ হয়ে পড়লেন অধ্যক্ষ। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত কলেজে ডাকতে হল পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে।

এবিভিপি চাইছে পুজোর আগেই নির্বাচন হোক। বিপরীতে এনএসইউআইর দাবি, ভোট হবে পুজোর পর। এ নিয়েই দুই ছাত্র সংস্থার মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয় এ দিন। যদিও নির্বাচনের দিনক্ষণ স্থির করার জন্য এই সভার আহবান করেছিলেন অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী। তার কক্ষে যখন সভা চলছিল, তখনই দুই ছাত্র সংস্থা নির্বাচনের তারিখ নিয়ে বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে কথা কাটাকাটি, পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ছাত্রদের হই হুল্লোড়ে একসময় অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ। ডেকে আনা হয় চিকিৎসককে। খবর পেয়ে কলেজে আসে পুলিশ ও সি আরপিএফ বাহিনী। আসেন ম্যাজিস্ট্রেটও। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker