India & World UpdatesHappeningsBreaking News
নির্ধারিত দিনে টিকা মজুত না থাকলে আসবে এসএমএস, জানাবে পরবর্তী তারিখ
ওয়েটুবরাক, ১ জুন: নাম নথিভুক্ত করেও টিকা না পেলে দ্বিতীয়বার আর নাম নথিভুক্ত করতে হবে না। এসএমএসে জানিয়ে দেওয়া হবে, পরে কবে তিনি টিকাটি পাবেন। কোউইনে এ বার এই নতুন ব্যবস্থা চালু হয়েছে।
টিকার জন্য নাম নথিভুক্তকরণের পরেও নির্ধারিত দিনে টিকা পাচ্ছেন না বলে অনেকে অভিযোগ করছেন। ওই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কখন টিকা নেওয়া যাবে তার দিনক্ষণ ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার জানানোর পরই প্রকাশ করা হয়। তবে সব কিছুই নির্ভর করে টিকা কতটা মজুত রয়েছে, তার উপর। যদি টিকার মজুত কম থাকে, তখন ডিআইও সেই কর্মসূচি বাতিল করেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
তবে এ বার থেকে টিকা নেওয়ার তারিখ পেলেও যদি সে সময় টিকার মজুত কম থাকে, তা হলে আগেভাগেই সেই ব্যক্তির কাছে এসএমএস পৌঁছে যাবে এবং টিকা নেওয়ার পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ফলে টিকা নিতে গিয়ে নাগরিকদের ফিরে আসতে হবে না।
স্বাস্থ্যমন্ত্রক আর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, টিকা নেওয়ার দিনই সংশ্লিষ্ট ব্যক্তিকে শংসাপত্রের বিষয়টি সুনিশ্চিত করতে হবে।