Barak UpdatesHappeningsBreaking News
নির্দিষ্ট দিনে প্রার্থীদের হিসাব পরীক্ষা করাতে বললেন কাছাড়ের জেলাশাসক
ওয়েটুবরাক, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের তাঁদের দৈনন্দিন নির্বাচনী ব্যয় নির্দিষ্ট রেজিস্টারে নথিভুক্ত করে রাখতে বলা হয়েছে৷ নির্দিষ্ট অ্যাকাউন্টস অফিসার এবং সহকারি নির্বাচনী পর্যবেক্ষকের কাছে প্রচারপর্বে তিনবার তা পরীক্ষার জন্য জমা দিতে হবে।
কাছাড়ের নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক কীর্তি জল্লি জেলার সমস্ত প্রার্থীদের নির্ধারিত দিনে শিলচরের কৃষিবিভাগের কার্যালয়ে নির্দিষ্ট আধিকারিকদের কাছে ব্যয় সংক্রান্ত রেজিস্টার, যাবতীয় তথ্য, বিল-ভাওচার সহ পরীক্ষার জন্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন। জয়দীপ পাল( মোবাইল নং ৯৪৩৫৮৮৮৭২৮) শিলচর আসনে, পিনাকী ভট্টাচার্য ( মোবাইল নং ৯১০১০৪২৩৯৯) সোনাই আসনে, অভিজিৎ দাওলাগুপু (মোবাইল নং ৮৬৩৮১৩০২৬৩) ধলাই আসনে, রাজু চন্দ্র (মোবাইল নং ৯৪৩৫২১২২৬৬) উধারবন্দ আসনে, দেবজ্যোতি দেবচৌধুরী (মোবাইল নং ৯৯৫৪৩৫৯০৪৮) বড়খলা আসনে, এবং রাহুলকুমার ভট্টাচার্য (মোবাইল নং ৯৯৫৪৪২১২৯) কাটিগড়া আসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে ব্যয়ের হিসেব পরীক্ষা করবেন। আগামী ২২, ২৬ এবং ৩০ মার্চ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। সে দিনগুলিতে সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটার ওইসব জমা দিতে তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়েছে ।