NE UpdatesHappeningsBreaking News
নিয়োগপত্র দিয়েই বেতন নিয়ে পরামর্শ হিমন্তের
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর: প্রথম মাসের বেতনে মা-বাবাকে কিছু উপহার দেবে। পরের মাসের বেতন দিয়ে গ্রামের নামঘরে বা মন্দিরে কিছু অনুদান দেবে। তৃতীয় মাসে বেতন পেয়ে নিজের বিদ্যালয়কে সাধ্যমতো সাহায্য করবে। ১১,২৩৬ জনের হাতে নিযুক্তিপত্র দিয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
হিমন্তর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ১ লক্ষ সরকারি চাকরি। মে মাসে এক সঙ্গে ২৩ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি। শুক্রবার দ্বিতীয় দফায় চাকরির পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজারের বেশি প্রার্থীর গণনিযুক্তি প্রদান করলেন। তিনি জানান, বিভিন্ন বিভাগ মিলিয়ে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজারের চাকরি হয়ে গিয়েছে। আরও ১০ হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন বেরোবে। বন দফতরে আরও একটি ব্যাটেলিয়ন বাড়ানো হবে। পুলিশে যাঁরা চাকরি পাননি তাঁদের সেখানে চাকরি পাওয়ার সুযোগ থাকবে। শুধু ১ লক্ষ সরকারি চাকরিই নয়, ২ লক্ষ যুবক-যুবতীকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যও রয়েছে সরকারের। এ নিয়ে ৮ অক্টোবর বৈঠক হবে।
হিমন্তর কথায়, “কোনও স্বজনপোষণ, দুর্নীতি, টাকার জোরে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে চাকরি পেয়েছেন সবাই।” পুলিশে নবনিযুক্তদের উদ্দেশ্যে হিমন্ত বলেন, “গরিবদের অত্যাচারের জন্য পুলিশের পোশাক পরেননি আপনারা। কোনও ধরনের বৈষম্য চলবে না।”