Barak UpdatesHappeningsBreaking News

নিয়মিত মাশুল বাড়াচ্ছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি, প্রবীণদের প্রতিবাদ

ওয়েটুবরাক, ২৮ জানুয়ারি : বেসরকারি টেলিকম সংস্থাগুলি কিছুদিন পর পর চড়া হারে মাশুল বাড়িয়ে চলেছে৷ প্রতিবাদে সরব হয়েছে শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷ প্রধানমন্ত্রী, টেলিকম মন্ত্রী, টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা৷ মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, বিনা খরচে যত খুশি কথা বলার সুযোগ দিয়ে একটি বেসরকারি টেলিকম সংস্থা কিছুদিন পরই গ্রাহকদের ওপর মাশুল চাপিয়ে দেয়৷ এখন বছরে তিন-চারবার মাশুল বাড়িয়ে দিচ্ছে৷ ৮৪ দিনের জন্য ৩৩৩ টাকা থেকে, ৪৪৪ টাকা করা হয়৷ পরে ৫৫৫ টাকা করে কিছুদিন আগে ৬৬৬ টাকা করা হয়েছে৷ শুধু ওই একটি সংস্থা নয়, প্রায় সবকটি টেলিকম সংস্থাই একই ভাবে চড়া হারে মাশুল বাড়াচ্ছে বলে অভিযোগ তাঁর৷

প্রবীণ নাগরিকদের বক্তব্য, এখন সব ক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে৷ বিশেষ করে, শিক্ষা ক্ষেত্রে তা অত্যন্ত জরুরি। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী অনলাইন ক্লাশ করছে৷ গরিব মা-বাবারা বর্ধিত রিচার্জ ফি দিতে গিয়ে বেকায়দায় পড়ছেন। অনেক ছাত্রছাত্রী সে জন্য পড়া ছেড়ে দিচ্ছে৷ সাধারণ সম্পাদক দিলীপকুমার দের কথায়, সার্ভিস প্রভাইডাররা সিন্ডিকেট করে এ ভাবে রিচার্জ ফি বাড়িয়ে দিচ্ছে ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker