Barak UpdatesHappeningsBreaking News

নিবেদিতা নারী সংস্থার ২৫ বছরের পথচলার ডকুমেন্টারি রিলিজ

ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : ১৯৯৬ সালে শিলচরে গড়ে ওঠে নিবেদিতা নারী সংস্থা৷ নানা সংগ্রামের মধ্য দিয়ে তাঁর পথ চলা৷ পেরিয়েছে পঁচিশ বছর৷ নানা ঘটনায় এই পথ চলাই তুলে ধরা হয়েছে ডকুমেন্টারিতে৷ আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এটি রিলিজ করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ ডকুমেন্টারিতে সংস্থাটির জন্মবৃত্তান্ত ও বেড়ে ওঠার কাহিনি শুনে জল্লি বলেন, সমাজের প্রয়োজনেই একে আরও সমৃদ্ধ করতে হবে৷ তাই শিলচরের বিডিও-কে বলে দিয়েছেন, নিবেদিতা নারী সংস্থার কাবিউড়া মসজিদ রোড স্থিত কমপ্লেক্সে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দিতে৷ আরও কী ভাবে সংস্থার পাশে দাঁড়ানো যায়, তিনি দেখবেন৷

Rananuj

ডকুমেন্টারি রিলিজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন চিকিৎসক রঞ্জিতকুমার দাস, নৃত্য প্রশিক্ষক দেবতোষ নাথ ও কাবিউড়া এলাকার বিশিষ্টজন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিতরঞ্জন দাস৷

অনুষ্ঠানের শুরুতে নিবেদিতা নারী সংস্থার কিশোরীরা একটি নৃত্য পরিবেশন করে৷ সংস্থার প্রতিষ্ঠাতা, সচিব দিবা রায় জানান, স্বাক্ষরতা অভিযান দিয়ে এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল৷ কনকপুর প্রথম খণ্ডে তিনি স্বাক্ষরতার ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন৷ পরে সেখানেই গড়ে তুলেছিলেন হীরণপ্রভা পাঠশালা৷ কাজ করেন শিলচরের যৌনপল্লীর এইচআইভি সংক্রমণ নিয়েও৷ তৈরি করেন অঙ্গনওয়াড়ি ট্রেনিং সেন্টার৷ ২০০৪ সালে শুরু হয় অ্যাডাপশন সেন্টার, ২০১১-তে উৎসর্জনা বালিকা গৃহ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker