Barak UpdatesHappeningsBreaking News

নিট-পিজি পরীক্ষার্থীদের জন্য দুটো বাস চালাবে আইএমএ, দুটো জেলা প্রশাসন

ওয়েটুবরাক, ২০ মে : শনিবার বন্যার দরুন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও নিট-পিজি পরীক্ষা যথারীতি হবে বলে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন৷ পরীক্ষার্থীদের আউলিয়া বাজার স্থিত পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য জেলা প্রশাসন দুটি বাস দিয়েছে৷ বাসদুটি সকাল সওয়া ছয়টায় রাঙিরখাড়ি থেকে ছাড়বে৷ প্রশাসনের পক্ষ থেকে বাসচালকদের মোবাইল নম্বর জানানো হয়েছে৷ সেগুলি হল এএস১১সি৮৫৬৬ নম্বর বাসচালকের ৯৬৩৮৬৫২০৬১ এবং এএস১১সি২২১৭ নম্বর বাসচালকের ৮০১১৯৩০৩২৮৷

আইএমএ-র কাছাড় শাখাও দুটি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ একটি বাস যাবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে, অন্যটি ক্যাপিটেল ট্র্যাভেলস পয়েন্ট থেকে৷ পরীক্ষার্থীদের ভোর ছয়টার মধ্যে বাসে চলে যেতে বলা হয়েছে৷

আইএমএ জানিয়েছে, শিলচর মেডিক্যাল কলেজের বাসের জন্য কো-অর্ডিনেটর হিসাবে রয়েছেন ডা. অংশুমান ভট্টাচার্য (৯৪০১১৪০৪৬৯), ডা. ডলি রায় (৯৯৫৪১৬৬১৫১), ডা. প্রজ্ঞান (৯৯৫৪৬২১০৯৩)৷

ক্যাপিটেল পয়েন্ট বাসের জন্য কো-অর্ডিনেটররা হলেন ডা. জাকির হোসেন (৯৫৭৭৯০০৯৪৫), ডা. অরূপ পাল (৯৪০১৪৩০৫০৫), ডা. কিশোরকুমার উপাধ্যায় (৭০০২১৭৭৫০৪)৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker