Barak UpdatesHappeningsBreaking News
নিকাশি ব্যবস্থা ও যানজট সমাধানে এসইউসিআই-র বিক্ষোভ শিলচরে
ওয়ে টু বরাক, ১৮ এপ্রিল ঃ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই দলের কাছাড় জেলা কমিটি। শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে এসইউসিআই-এর পক্ষ থেকে শহরের নিকাশি ব্যবস্থার দ্রুত সংস্কার, বরাক নদীর ভাঙ্গা বাঁধ সংস্কার ও উচ্চতা বৃদ্ধির কাজ প্রতিশ্রুতি মতো ৩০ এপ্ৰিলের মধ্যে সম্পন্ন করা, শহরের যানজট সমস্যা সমাধানে উড়াল পুল নির্মাণ ইত্যাদি দাবি উত্থাপন করে।
বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী ও জেলা কমিটির অন্যতম সদস্য অজয় রায়। বক্তারা বলেন, শিলচর শহরকে কৃত্রিম বন্যা থেকে মুক্ত করার প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত বছরের অক্টোবর মাসে বরাক নদীর ভাঙ্গা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও এ বছরের ফেব্রুয়ারি মাসের শেষে কাজ শুরু হয়েছে। ফলে কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো সম্পন্ন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বক্তারা এও বলেন, শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে রাজ্য সরকার মোটেই আন্তরিক নয়। ফলে শিলচর শহরে প্রতিদিন ঘন্টা পর ঘন্টা জনগণকে যানজটে নাকাল হতে হচ্ছে। ফলে দলের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন দুলালি গাঙ্গুলি, নকুল রঞ্জন পাল, অঞ্জন কুমার চন্দ, বিজিত কুমার সিংহ প্রমুখ।