India & World UpdatesHappeningsBreaking News
নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ল্যান্ডার বিক্রমের ছবি
৬ সেপ্টেম্বর : এ বার নাসার স্যাটেলাইটে ধরা পড়ল চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের ছবি। মার্কিন গবেষণা সংস্থা নাসার তোলা ছবিতে দেখা গিয়েছে, বিক্রম চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটি গত ২৭ আগস্ট নাসার এলআরও থেকে তোলা হয়েছিল। এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে নাসা লিখেছে, “এলআরও মহাকাশযান সম্প্রতি চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ ল্যান্ডারের ছবি তুলেছে।”
প্রসঙ্গত, গত ২৩ অগাস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এটি-ই প্রথম মহাকাশযান যা সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে।
এদিকে, ল্যান্ডার ‘বিক্রম’-এর রঙিন থ্রিডি ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মঙ্গলবার ইসরো তাদের এক্স হ্যান্ডলে ছবিটি পোস্ট করেছে। ইসরোর তরফে জানানো হয়েছে, এই থ্রিডি ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ছবি তুলেছে। তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবিটি। সেখানে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে আছে। ইসরো জানিয়েছে, ‘স্লিপ মোড’-এ যাওয়ার কয়েক দিন আগে বিক্রম থেকে ১৫ মিটার দূরে গিয়ে রোভার প্রজ্ঞান এই ছবিটি তুলেছে।