Barak UpdatesHappeningsBreaking News
নালায় আবর্জনা ফেললে বাজার বন্ধ করে দেওয়া হবে, হুমকি জল্লির
ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : শিলচর শহরের জঞ্জালবাহী নালাগুলি সাফাইয়ের কাজে হাত দিয়েছে কাছাড় জেলা প্রশাসন৷ আজ রবিবার জেলাশাসক কীর্তি জল্লি ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী চিত্তরঞ্জন অ্যাভেন্যু পরিদর্শন করেন৷ সেখানে দাঁড়িয়েই তিনি ওই এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে দেন, বর্ষার কথা চিন্তা করে কোনও ধরনের সরকারি অনুদান ছাড়াই তিনি জঞ্জাল সাফাইয়ের কাজ হাতিয়ে নিয়েছেন৷ কিন্তু ব্যবসায়ীদেরই একে সাফসুতরো করার দায়িত্ব নিতে বলেন৷
জানান, এর বদলে যদি উল্টে ব্যবসায়ীরা জঞ্জাল ফেলতে শুরু করেন, তবে বাজার বন্ধ করে দেওয়া হবে৷ তিনি জঞ্জাল নালায় না ফেলে পুরসভাকে সমঝে দিতে বলেন৷ তাঁর কথায়, নাগরিকরা এই শহরকে সুন্দর রাখলেই শিলচর নতুন সাজে সেজে উঠবে৷