Barak UpdatesHappeningsBreaking News
নরসিংপুরে ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরাও
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : শারীরিক প্রতিবন্ধী শিশুরাও এই সমাজের অঙ্গ, তাদের ছাড়া এই সমাজ অসম্পূর্ণ। এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত শনিবার নরসিংপুর শিক্ষা খণ্ডের ১১৮ নং প্রাথমিক স্কুলে এক ক্রীড়া ও সাংস্কৃতিক আসর বসে। উদ্যোক্তা সর্বশিক্ষা মিশনের সমগ্র শিক্ষা বিভাগ। শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীরাও এতে অংশ নেয়। খেলাধূলার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা লক্ষী রানী যাদব, ধ্রুব ভট্টাচার্য, দুই সিআরসিসি কল্যাণ সরকার, প্রদ্যুৎ বর্ধন, বিজয় পাঠক, লক্ষণ দাস, মধুমিতা চক্রবর্তী, জিতেন শুক্লবৈদ্য প্রমুখ ৷ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এনক্লুসিভ এডুকেশন-এর রিসোর্স পারসন মতিলাল গোয়ালা। অতিথিরাও নিজেদের বক্তব্যে প্রতিবন্ধীদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। পরে প্রত্যেক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র শিক্ষার পক্ষ থেকে পিনাকী দাস,গোপীকা সিনহা, নীলাদ্রি কর তাদের হাতে ট্রফি ও বই তুলে দেন।