India & World UpdatesHappeningsBreaking News
নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উড়ল
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : রবিবার নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হল। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করেন। সোমবার থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যুগের পরিবর্তনের সাক্ষী ভারত। ভারতের শক্তি ও অবদানকে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে বিশ্ব । আমরা এমন একটি সময়ে বাস করছি, যেখানে আমরা উন্নয়ন দেখছি।” লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ছিলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী৷ এ ব্যাপারে চৌধুরী বলেন, তিনিই তাঁর দলের প্রতিনিধিত্ব করছেন।