NE UpdatesHappeningsBreaking News
নতুন বছরে শিক্ষা বিভাগের বেশ ক’জন আধিকারিককে বদলি
৬ জানুয়ারি : নতুন বছরে শিক্ষা বিভাগের বেশ কয়েকজন আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের বেশ কয়েকজন শিক্ষা আধিকারিকের পদবীও বদল হয়েছে। প্রাথমিক শিক্ষার উপ সঞ্চালক জ্যোৎস্না রানী বর্মনকে বদলি করা হয়েছে বঙ্গাইগাওয়ে। তিনি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে বঙ্গাইগাও-এর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক আমির হোসেনকে বদলি করা হয়েছে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের উপ সঞ্চালক হিসেবে।
এদিকে শিবসাগর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক শুভলক্ষ্মী রাজকুমারীকে বদলি করা হয়েছে যোরহাটে। তিনি যোরহাট জেলার বিদ্যালয় পরিদর্শকের দায়িত্বে থাকবেন। অন্যদিকে যোরহাটের বিদ্যালয় পরিদর্শক দেবজ্যোতি গগৈকে সেকেন্ডারি এডুকেশনের উপ সঞ্চালক হিসেবে বদলি করা হয়েছে। উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের উপ সঞ্চালক জয়ন্ত ঠাকুরিয়াকে বদলি করা হয়েছে ধুবড়ি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসেবে।
সেকেন্ডারি এডুকেশনের উপ সঞ্চালক মাধবচন্দ্র ডেকাকে বদলি করা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে। বিপরীতে দরং জেলা বিদ্যালয় পরিদর্শক প্রভাত দাসকে বদলি করা হয়েছে শোণিতপুরের জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসেবে। নগাও-এর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকর লাভজা জারম বুশ্বাকে বদলি করা হয়েছে বড়ো মাধ্যম ও অন্য জনজাতীয় ভাষার সঞ্চালকালয়-এর উপ সঞ্চালক হিসেবে। উল্লেখ্য নতুন বছরে শিক্ষা বিভাগে সংস্কার আনার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।