NE UpdatesHappeningsBreaking News
নতুন জঙ্গি দলের নয় সদস্য আটক কার্বি আংলঙে
১৭ নভেম্বর : আদিবাসী পিপলস লিবারেশন আর্মি নামের এক জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে বুধবার অস্ত্র সহ আটক করল কার্বি আংলং পুলিশ। গোলাঘাট ও কার্বি আংলং সীমান্ত এলাকার জঙ্গল থেকে পুলিশ উগ্রপন্থী সংগঠনের এই নয় সদস্যকে গ্রেফতার করার পর জেরা অব্যাহত রেখেছে। পুলিশ এই দলটির কাছ থেকে দুটি গ্রেনেড সহ বেশ কয়েকটি মারণাস্ত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে আসামের ৮টি আদিবাসী উগ্রপন্থী সংগঠন শান্তিচুক্তিতে স্বাক্ষর করার পর এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল। এরপর সংগঠনটি সরকারের কাছে মূলস্রোতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে। সংগঠনের তরফে বলা হয়, তাদের মোট ১০০ জন সদস্য রয়েছে। কিন্তু অভিযান চালিয়ে মাত্র কয়েকজন সদস্য থাকার কথাই জানতে পেরেছে পুলিশ। তাদের দাবি, সবাইকে গ্রেফতার করে নতুন জঙ্গি সংগঠনটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।