NE UpdatesHappeningsBreaking News

নতুন করে এনআরসি প্রক্রিয়া শুরুর আর্জি জানাবে হিমন্ত সরকার

ওয়েটুবরাক, ২৮ মার্চ : ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত এনআরসি নতুন করে তৈরির জন্য আসাম সরকার শীর্ষ আদালতে আবেদন জানাবে৷ রবিবার এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এনআরসিতে বহু বিদেশির নাম ঢুকে পড়েছে বলে সবাই অভিযোগ করছেন৷ আমরা আগে থেকেই বলে এসেছি, এই এনআরসি মেনে নেওয়া যায় না৷ তাই এর পুনঃপরীক্ষার আর্জি জানানো হবে৷”

Rananuj

তাঁর কথায়, “নিখুঁত এনআরসি তৈরিই সরকারের উদ্দেশ্য৷ একজন বিদেশিরও নাম নেই, সরকার তা সুনিশ্চিত হতে চায়৷ নইলে গোটা প্রক্রিয়াটাই অর্থহীন হবে৷”

এ পর্যন্ত একমাত্র আসামেই এনআরসি তৈরি হয়েছে৷ প্রথমবার প্রকাশিত হয় ১৯৫১ সালে৷ পরে ২০১৮ সালে দ্বিতীয় এনআরসির প্রথম খসড়া প্রকাশিত হয়৷ সে সময় মোট ৩ কোটি ৩৯ লক্ষ মানুষ আবেদন করেছিলেন৷ প্রথম খসড়ায়  ৪০ লক্ষ নাম বাদ পড়ে৷ পরে তাদের নথিপত্র পুনঃপরীক্ষা হয়৷

২০১৯ সালের ৩১ অগস্ট সংযোজিত তালিকা প্রকাশ পায়৷ তখন দেখা যায়, শুধূ ১৯ লক্ষ মানুষ তাদের ভারতীয় নাগরিক বলে প্রমাণে ব্যর্থ হয়েছেন৷ তাঁদেরও ফরেনার্স ট্রাইবুনালে গিয়ে আবার নথিপত্র দেখানোর সুযোগ দেওয়ার কথা৷ এর আগেই আসু সহ বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে৷ এনআরসি পুনঃপরীক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে৷ এ সবের দরুন প্রকাশিত এনআরসি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া-র কাছে জমা হয়নি৷ প্রকাশিত তালিকা গ্রহণ করে রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি জারি করলেই এনআরসি সরকারি ভাবে স্বীকৃত হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker