NE UpdatesHappeningsBreaking News
নগাঁওয়ে ৩৬ কোটির ড্রাগস পুড়িয়ে অপরাধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
১৮ জুলাই : আইনের গণ্ডিতে থেকেই পুলিশ অপরাধীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে। আসামকে ড্রাগস মুক্ত না করা পর্যন্ত চুপ করে বসে থাকব না। অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে অভিযান অবিরত চলতে থাকবে। বড়মপুরে বিশাল পরিমাণ ড্রাগস পুড়িয়ে এ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী রবিবার নগাঁও জেলার বড়মপুরের রঙ্গাজান মাঠে ৩৬ কোটি টাকার ড্রাগস পোড়ানো কর্মসূচির সূচনা করেন। যুব প্রজন্মকে পঙ্গু করা মারাত্মক ড্রাগসের বিরুদ্ধে গত ৩ মাস ধরে পুলিশ অভিযান চালিয়েছিল। এই অভিযানে প্রচুর সংখ্যক ড্রাগস উদ্ধার হয়। সেই ড্রাগসগুলোই এ দিন পোড়ানো হয়েছে।
#WATCH | Assam Chief Minister Himanta Biswa Sarma drives a bulldozer during a programme on 'Seized Drugs Disposal' in Nagaon. pic.twitter.com/3iNc3Ud3BY
— ANI (@ANI) July 18, 2021
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজনৈতিক হস্তক্ষেপ ড্রাগসের বিরুদ্ধে চলা এই অভিযান বন্ধ করতে পারবে না। এই কর্মসূচিতে রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, নগাঁওয়ের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকা, বড়মপুরের বিধায়ক জিতু গোস্বামী, নগাঁও সদর কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, নগাঁওয়ের জেলাশাসক কবিতা পদ্মনাভন, পুলিশ সুপার আনন্দ মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন। আজ পুড়িয়ে ফেলা ড্রাগসের মধ্যে রয়েছে ৪ কেজি হেরোইন, ৫ কেজি ব্রাউন সুগার, ২৯২ কেজি গাঁজা, ৯৭৯ গ্ৰাম অপিয়াম, ৭৮,৩৪০টি নেশাজাতীয় ট্যাবলেট ও ৬ লক্ষ ৬৬ হাজার ৩২৩টি কফসিরাফ রয়েছে। উল্লেখ্য, বিগত ৩ মাস ধরে নগাঁও পুলিশ অভিযান চালিয়ে অৰ্ধশতাধিক ড্ৰাগস মাফিয়া, শতাধিক ড্ৰাগস সরবরাহকারীকে মারাত্মক ড্ৰাগস সহ গ্ৰেপ্তার করে। তাদের কাছ থেকে অত্যাধুনিক মারণাস্ত্ৰও জব্দ করা হয়েছে। অন্যদিকে, পুলিশের গুলিতে আহত হয়েছে ৪ জন ড্ৰাগস মাফিয়া।
The Last Rites of Drugs in Assam!
In 'seized drugs disposal' program at Hojai today, 353.62 grams heroin, 736.73 kg ganja and 45,843 tablets have been destroyed.
MLAs @SibuMisra, @RKGhoshBJP, Sirajuddin Ajmal, Ex MLA Shiladitya Deb and @DGPAssamPolice were present. 1/3 pic.twitter.com/Kb8Da1e1XV
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 18, 2021