NE UpdatesHappeningsBreaking News

ধুবড়িতে জেএমবি সক্রিয়, ধৃত দুই ভাই

ওয়েটুবরাক, ৩০ এপ্রিল: ধুবুড়িতে ধরা পড়েছে দুই নব্য-জেএমবি ক্যাডার৷ রাজ্যের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন, ভারতের বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশে ছাপানো জাল ভারতীয় টাকা। এ ব্যাপারে তদন্ত করে অভিযানে নামে পুলিশ৷ প্রথমে গৌরীপুর থেকে ধরা হয় মুজিবর রহমান নামে একজনকে৷ তাকে জেরা করে গ্রেফতার করা হয় তার ভাই ফয়জর আলিকেও। ফয়জর মালটা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত৷ তাদের কাছে মেলে চারটি দেশি পিস্তল, এক লক্ষ দু’হাজার টাকা মূল্যের জাল নোট এবং সোনার পাত।

Rananuj

ফয়জর ২০১৫-১৬ সাল থেকেই জেএমবির জন্য সদস্য নিয়োগ করছে। মুজিবর জেএমবির হয়ে গোপন বৈঠকের আয়োজন করত। পাশাপাশি নিম্ন আসামের বাজারে জাল নোট ছড়াচ্ছিল। জেএমবির বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker