Barak UpdatesHappeningsBreaking News
ধলাইয়ে উদ্ধার খাঁচাবন্দি ছয় অস্ট্রেলিয়ান পাখি
ওয়েটুবরাক, ১৯ আগস্টঃ কাছাড়ের ধলাইয়ে বাজেয়াপ্ত হল ছয়টি খাঁচাবন্দি পাখি। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, এগুলি দুষ্প্রাপ্য শ্রেণিভুক্ত। বৈজ্ঞানিক নাম প্রবসিগার এটেরিমাস। অস্ট্রেলিয়ান কাকাতোয়া নামেই পরিচিত৷ এগুলি পাপুয়া, নিউগিনি অঞ্চলে বেশি পাওয়া যায়৷ পুলিশের অনুমান, পাখিগুলি মায়ানমার হয়ে মিজোরামে আনা হয়েছিল। সেখান থেকে কাছাড়ের ওপর দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু আসাম পুলিশের কড়া পাহারার দরুন সেগুলি নিয়ে এগুনোর সাহস পায়নি। খাঁচাগুলিকে ধলাখালে সীমান্ত এলাকায় ফেলে রেখে পাচারারীরা পালিয়েছে। বনকর্মীরা জানান, রবিবার পাখিগুলি গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে৷
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, টহলদারি পুলিশদল ধলাখালে তিনটি খাঁচা পড়ে থাকতে দেখেই বুঝে যান, এ পাচারকারীদের কাজ৷ কিন্তু খোঁজাখুঁজি করেও কাছাকাছি কাউকে পাওয়া যায়নি৷ পাচারকারীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সুব্রতবাবু৷