Barak UpdatesHappenings

ধলাইর ৩ গ্রামে ত্রাণ নিয়ে ত্রিধারা-হৃদয়

২৬ এপ্রিল: ত্রিধারা যুব সংঘ ও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার যৌথ প্রচেষ্টায় ধলাইয়ের  সদাগ্রাম , গুরুদয়ালপুর ও জীবনগ্রামে আর্থিকভাবে পিছিয়ে পড়া ১১০টি পরিবারকে প্রয়োজনীয় রেশন বিতরণ করা হয়। লকডাউনের দরুন ওইসব এলাকার বেশ কিছু পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে জেনে তারা গিয়ে পাশে দাঁড়ায়৷ বিতরণ করে চাল, ডাল, তেল, আলু, দুধ, চিনি, চাপাতা, বিস্কুট ও লবণ।

Rananuj

এলাকাবাসী জানান, লকডাউনে এই প্রথম কোনও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু দেওয়া হল৷ এই বিতরণ পর্বে ত্রিধারা যুব সংঘের শ্যাম কংসবণিক, অঞ্জন রায়, উত্তম বিশ্বাস, বাপন বণিক এবং হৃদয়ের পক্ষ থেকে রাতুল ভট্টাচার্য, বিজু পাল , কৃষ্ণ কংসবণিক, প্রদীপ পাল ও মিসমি ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker