Barak UpdatesHappenings
ধনেহরি-কাজিডহরে তৃণমূলে যোগদান
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : সু্স্মিতা দেবের যোগদানে কাছাড় জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি ক্রমে বাড়ছে৷ গত রবিবার সোনাইর ধনেহরি ও কাজিডহর পঞ্চায়েত এলাকায় পঞ্চাশজন দিদির দলে নাম লেখান। তৃণমূল কংগ্রেসের সোনাই বিধানসভা কেন্দ্র ভিত্তিক কার্যালয়ে তাঁদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ৷ তিনি বলেন, কংগ্রেসের নীতি-আদর্শ বলে কিছু নেই। নেতৃ্ত্ব সংকটে ভুগছে দলটি।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কবেই সর্বভারতীয় দল হয়ে উঠেছে। এখন দিদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। শান্তি সিংহ স্বীকার করেন, সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার পরই মানুষের মধ্যে এই অঞ্চলে ঘাসফুলের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে। দলত্যাগ ছাড়াও অনেক সাধারণ মানুষ তৃণমূলের সদস্যপদের জন্য যোগাযোগ করছেন। প্রতি বুথে পঞ্চাশ ক্যাডার তৈরির জন্য সুস্মিতা দেবের আহ্বান সোনাই-র বহু বুথে পূরণ হয়ে গিয়েছে বলে দাবি করেন শান্তি সিংহ।