Barak UpdatesHappeningsBreaking News
দেশ গঠনে বড় ভূমিকা থাকে পড়ুয়াদের : উপাচার্য
ওয়ে টু বরাক, ৭ জুন : ছাত্র-ছাত্রীই এ দেশের ভবিষ্যৎ। রাষ্ট্র গঠনে তাঁদের বড় ভূমিকা থাকে। শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এর কর্মসূচিতে মুখ্য অতিথির ভাষণে এই মন্তব্য করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব কুমার পন্থ। শহরের ঐতিহ্যবাহী স্কুলটির নানা গঠনমূলক বিষয় জেনে খুশি ব্যক্ত করলেন উপাচার্য। এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল সম্পর্কে তাঁকে অবগত করালে সন্তোষ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের নানা গঠনমূলক কার্যসূচির প্রসঙ্গ তুলে ধরেন উপাচার্য রাজীব কুমার পন্থ। স্কুলের এনএসএস শাখার সদস্যদের দ্বারা হাতে নেওয়া কর্মসূচির প্রশংসা করেন তিনি। স্কুলের যারা সুনাম অর্জন করেছে সেটাকে অনুপ্রেরণা হিসেবে নিতে পড়ুয়াদের প্রতি আহ্বান জানান। স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছাও জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন অধ্যক্ষ কবিতা সেনগুপ্ত। বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করা ছাত্র-ছাত্রীদের সম্মান জানানো হয় এ দিন। বিশিষ্টদের মধ্যে এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ড. বিশ্বতোষ চৌধুরী, ড. জয়ন্ত দেবরায় ও পরিচালন সমিতির সদস্য দেবাশিস সোম। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পারমিতা দাস।
শিক্ষিকা সোমা চক্রবর্তী সঞ্চালনায় এ দিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নানা রুচিসম্পন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্ররা। এদিনের অনুষ্ঠানে উপাচার্য মূল্যবান সময় বের করে উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষিকা সনি সোম।