India & World UpdatesHappeningsBreaking News
দেশের নতুন সিএজি হিসেবে শপথ নিলেন গিরিশ চন্দ্র মুর্মু
৮ আগস্ট ঃ ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) হিসেবে শপথ নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু। গুজরাট ক্যাডারের আইএএস অফিসার রাজীব মহর্ষির স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৮৫-র ব্যাচের এই আইএএস অফিসারকে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রমুখ।
১৯৮৫-র ব্যাচের গুজরাট ক্যাডারের আইএএস গিরিশ চন্দ্র মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব হয়েছিলেন মুর্মু। ২০১৯ সালের ৩০ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওই বছরের ৩১ অক্টোবর মুর্মুকে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) পদে নিয়োগ করা হয়। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেশের সিএজি নিযুক্ত করা হয় মুর্মুকে।