Barak Updates
শিলচর থেকে প্যাসেঞ্জার স্পেশাল ছাড়ল
২৬ সেপ্টেম্বরঃ শেষ পর্যন্ত শিলচর থেকে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হল। বুধবার সন্ধ্যা ৬টায় যাত্রী নিয়ে সেটি রওয়ানা হয়েছে।সব স্টেশনে থেমে সেটি গুয়াহাটি পৌঁছাবে। আগে ভোর রাত সাড়ে তিনটায় এই ট্রেনটিরই প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে শিলচরের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা আর সম্ভব হবে না। কারণ গুয়াহাটি পৌঁছাতেই এর সকাল ৬টা বেজে যেতে পারে। শিলচরের স্টেশন সুপার বিপ্লবকুমার দাস জানান, বৃহস্পতিবার থেকে ট্রেন পুরনো সূচি মেনে চলারই কথা। সেভাবেই তাঁরা তৈরি রয়েছেন। তবে সবকিছু নির্ভর করবে স্পেশাল ট্রেনটির নির্বিঘ্নে দুর্ঘটনাস্থল অতিক্রম করার উপর। রেলকর্তারা অবশ্য আশাবাদী, বারবার মালগাড়ি চালানোর পর যাত্রীবাহী স্পেশাল ট্রেনের কোনও সমস্যা হওয়ার কথা নয়।
প্রসঙ্গত, সোমবার সারবোঝাই মালগাড়ি দাওতোহাজা ও ফাইডিঙের মধ্যে দুর্ঘটনায় পড়লে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সে থেকেই যুদ্ধকালীন ততপরতায় ট্র্যাক মেরামতের কাজ চলে। বুধবার সকালে দুর্ঘটনাস্থল থেকে ট্র্যাক সার্টিফিকেট চাওয়া হলে প্রথমে মালগাড়ি চালানো হয়। পরে দশ কিলোমিটার গতিতে একটি খালি গাড়ি নিরাপদে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। তারপরই সিদ্ধান্ত হয় যাত্রীবাহী গাড়ি চালনার। তিনদিন ধরে বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকে রয়েছে। তাঁদের কথা ভেবে বেলা দেড়টাতেই শিলচর থেকে ট্রেন চালিয়ে দেওয়ার নির্দেশ আসে। সব ঠিকঠাক থাকলেও ট্রেন ছাড়ার ঠিক আগমুহূর্তেে একে আটকে আরেকটি মালগাড়ি চালানোর কথা জানানো হয়। শেষে সন্ধ্যায় তার রওয়ানা হওয়ার ছাড়পত্র মিলবে।