India & World UpdatesHappeningsBreaking News
দূরে থাকলেও ভোট দিতে পারবেন বিধানসভা নির্বাচনে, রিমোট ভোটিংয়ে প্রস্তুত কমিশন
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর : রিমোট ভোটিং ব্যবস্থা চালু হতে চলেছে ভারতে। ভিন রাজ্য বা মূল বাসস্থান থেকে অনেকটা দূরে বসবাসকারীরা এই সুযোগ পাবেন। নির্বাচন কমিশন এই খবর জানিয়েছে।
কমিশন একটি রিমোট ভোটিং সিস্টেম প্রস্তুত করছে। আগামী ১৬ জানুয়ারি সেটি সব রাজনৈতিক দলকে দেখাবেন তারা। রাজনৈতিক দলগুলির মতামত নেওয়ার পর কমিশন সরকারের কাছে নয়া ব্যবস্থা চালুর লক্ষ্যে জনপ্রতিনিধিত্ব আইন বদলের সুপারিশ করবে।
কমিশনের এক কর্তা জানান, আগামী বছর নভেম্বরে রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বিধানসভার নির্বাচন। ওই তিন রাজ্যের ভোটে এই অনলাইন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। এর আগে উপনির্বাচন এবং কর্নাটক, তেলেঙ্গানার বিধানসভা ভোটে কয়েকটি আসনের ভোটারদের এই সুবিধা দিয়ে গোটা ব্যবস্থা পরীক্ষা করে দেখা হবে।
এই ব্যবস্থায় সবচেয়ে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা যে রাজ্যেই কাজের সুবাদে থাকুন না কেন, নিজের বিধানসভা আসনের ভোটে অংশ নিতে পারবেন। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পরিযায়ী শ্রমিকদের ভোটদানের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।