Barak UpdatesHappeningsBreaking News
দুল্লভছড়া থেকে শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন বাতিল, সপ্তাহে ৫ দিন চলবে বদরপুর পর্যন্ত
৩ জুলাই ঃ শিলচর ও দুল্লভছড়ার মধ্যে এতোদিন যে প্যাসেঞ্জার ট্রেন চালানো হতো, তা এ বার বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এ বার এই ট্রেনটি চালানো হবে দুল্লভছড়া থেকে বদরপুরের মধ্যে। নতুন ট্রেনের সময়সূচি ইতিমধ্যে জারি করেছে রেল বিভাগ। বলা হয়েছে, ৪ জুলাই থেকেই শিলচর দুল্লভছড়া (০৫৬৮৮) ও দুল্লভছড়া-শিলচর (০৫৬৮৭) ট্রেন দুটি আর চলাচল করবে না। এ দিন থেকেই ০৫৬৯৩ নম্বরের ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে দুল্লভছড়া থেকে যাত্রা শুরু করবে। এটি ক্রমান্বয়ে থামবে আনিপুর, রাতাবাড়ি, বাজারঘাট, ফাকুয়া, এরালিগুল, বারইগ্রাম, কায়স্থগ্রাম, নিলামবাজার, সুপ্রাকান্দি, করিমগঞ্জ, নিউ করিমগঞ্জ, চরগোলা, ভাঙ্গা ও রূপসীবাড়ি। বদরপুরে ট্রেনটি পৌছবে ১২টা ৫৫ মিনিটে।
বিপরীতে ০৫৬৯৪ নম্বরের ট্রেনটি বদরপুর থেকে রওনা দেবে দুপুর ১টা ৪০ মিনিটে। সবগুলো স্টেশনে বিরতি নিয়ে ট্রেনটি দুল্লভছড়া পৌছবে বিকেল ৪টা ৫০ মিনিটে। এই ট্রেন দুটি সপ্তাহে ৫ দিন চলবে। অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোতে চলাচল করবে।