Barak UpdatesHappeningsBreaking News
দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি বিষয়ে নতুন কোর্স চালু আসাম বিশ্ববিদ্যালয়ে
ওয়েটুবরাক, 14 মেঃ আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের উদ্যোগে এ বছর থেকেই ‘জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগের ঝুঁকি প্রশমন’ (Climate Change Adaptation & Disaster Risk Mitigation) নিয়ে দুই সেমিস্টারের একটি স্ব-অর্থায়ন (self financing) কোর্স চালু হবে। বলা বাহুল্য, বরাক উপত্যকা অতি ঘন ঘন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। ২০২২ সালের প্রলয়ঙ্করী বন্যার স্মৃতি এখনও দগদগে। এই পরিপ্রেক্ষিতে এই কোর্সটি দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি করতে সক্ষম হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
পরিবেশ বিজ্ঞানের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক–অধ্যাপিকারাও এতে ক্লাস নেবেন। এছাড়াও আসাম রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা (Assam State Disaster Management Authority বা ASDMA) এবং জেলা দুর্যোগ মোকাবিলা সংস্থার (District Disaster Management Authority) অভিজ্ঞ কর্তাব্যক্তিরাও এই কোর্সে পাঠদানের জন্য সম্মতি জানিয়েছেন।
এই কোর্সে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতক। বিভাগীয় কর্তাদের আশা, আগামি দিনগুলোতে যে কোনও দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে এই কোর্সটি অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে। বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিতব্য প্রসপেক্টাস তথা পরিবেশ বিজ্ঞান বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।