NE UpdatesAnalyticsBreaking News
দুর্যোগের সময় কংগ্রেস সহ কয়েকটি দল রাজনীতি করছে : হিমন্ত
২১ জুলাই : দুর্যোগের সময় কংগ্রেস ও অন্য কয়েকটি দল রাজনীতি করছে বলে মঙ্গলবার মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন গোলপোস্ট খালি রয়েছে। ফলে তাঁরা গোল করে যাওয়ার সুযোগ পাচ্ছেন। করোনা পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন তাঁদের ১০০টি গোল করব।’ এ দিন মন্ত্রী গুয়াহাটি মেডিক্যাল কলেজে করোনা সংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বা ডব্লিউ নামের কী এক সংস্থা যেসব বলে যাচ্ছেন, আমি সবার কথাই শুনে যাচ্ছি। করোনা পরিস্থিতি শেষ হলে প্রতিদিন ১০০-১০০টা করে গোল দেব তাঁদের।’ বিরোধী নেতা দেবব্রত শইকিয়াকে উদ্দেশ্য করে হিমন্ত আরও বলেন, ‘বিরোধী নেতা করোনায় মানুষের মৃত্যু নিয়ে অভিযোগ উত্থাপন করছেন। তিনি আমার উপরেও অভিযোগ তুলে যাচ্ছেন, যাতে আমি এসব ছেড়ে ঘরে ঢুকে পড়ি। বন্যাক্রান্ত মানুষ অর্থ পাচ্ছেন না, আধিকারিকরা কাজ করছেন না, এমন সব কথা বলে যাচ্ছেন।’ তাঁর কথায়, এভাবে বলতে থাকলে মানুষের জন্য কাজ করা বন্ধ করে দিলে পরিস্থিতি খারাপ হয়ে উঠবে। তখন তাঁরা রাজনৈতিক মুনাফা আদায় করতে পারবেন। আমি ভেবেছিলাম দুর্যোগের সময় রাজনীতি করা ঠিক নয়। কিন্তু তাঁরা তা করে যাচ্ছেন।
1/1 My interaction with the media in Guwahati pic.twitter.com/jOc03FVxDE
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 21, 2020
তিনি এও বলেন, বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার প্রথমেই ৩০০ কোটি টাকা পাঠিয়ে দিয়েছিল বলে এখন বন্যাক্রান্তদের সাহায্যে অর্থের কোনও অভাব নেই। তাছাড়া যেসব বাঁধগুলো ভেঙেছে, সেগুলো ঠিক করার জন্য ঠিকাদার বা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে। ফলে এক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হয়নি।