NE UpdatesHappeningsBreaking News
দুর্ব্যবহারঃ সাসপেনশনে পানবাজারের ওসি, বিভাগীয় তদন্তের নির্দেশ
ওয়েটুবরাক, ১৫ নভেম্বরঃ ট্রাফিক সিগন্যাল লঙ্ঘনের অভিযোগে গুয়াহাটি ফ্যান্সিবাজারে এক স্কুটিচালক ডেলিভারি এজেন্টকে নির্মম মারধরের জন্য চাকরি থেকে সাসপেন্ড করা হলো পানবাজার থানার ওসি ভার্গব বরবরাকে। রাজ্যের ডিজিপি জিপি সিংহ নিজে এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে বলেছেন, ওসি অত্যন্ত বাজে ব্যবহার করেছেন। তাই তাঁকে সাসপেনশনে পাঠানো হল। ইন্সপেক্টর পদমর্যাদার ওই ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে তিনি গুয়াহাটির পুলিশ কমিশনারকে তাঁর জায়গায় নতুন অফিসার নিযুক্ত করতে বলেছেন।
শুক্রবার ট্রাফিক সিগন্যাল না মেনে ওই ডেলিভারি এজেন্ট এগিয়ে যেতেই ভার্গব বরবরা তাঁকে ধরে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োতে দেখা যায়, এর পরই তাঁকে ধরে ফেলেন পানবাজারের ওসি। তার মুখে পরপর ঘুষি মারেন। এখনই মেরে ফেলব বলে তার ঘাড় চেপে ধরেন।
পুলিশের আচরণ নিয়ে গুয়াহাটির নেটিজেনদের সঙ্গে ক্ষোভ ব্যক্ত করেছেন বিরোধী নেতারাও। লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ বলেন, এই ঘটনা বড় লজ্জাজনক। এমন ভাবে রাস্তার ওপর মারধর করে আইনের শাসনের অবমাননা করা চলছে। সিপিএমের রাজ্য সমিতির তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।