Barak UpdatesHappeningsBreaking News
দুর্ঘটনাগ্রস্ত ছেলেকে চিকিৎসার জন্য কলকাতা নিতে গিয়ে ধরা পড়ে, বাবা পজিটিভ
২৪ আগস্টঃ ছেলে দুর্ঘটনায় মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। ডাক্তাররা জরুরি ভিত্তিতে কলকাতা নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। আরটিপিসিআর রিপোর্ট ছাড়া যে বিমানের টিকিট মিলবে না। শেষপর্যন্ত পিতা অরূপকান্তি স্বামী ও পুত্র অভিষেকের নমুনা সংগ্রহ হয়েছে শুক্রবার। রিপোর্ট আসে সোমবার। দুর্ঘটনাগ্রস্ত ৩০ বছরের অভিষেক স্বামী নেগেটিভ। কিন্তু অরূপবাবু পজিটিভ। পরিবারের সামনে নতুন দুই সমস্যা। অভিষেককে কে কলকাতায় নিয়ে যাবেন? দ্বিতীয়ত, অরূপবাবুর কোভিড চিকিতসার কী হবে? শেষে স্থির হয়, কাকা নিয়ে যাবেন অভিষেককে। এখানেই অরূপবাবুর চিকিৎসা শুরু হোক৷
দুর্ঘটনা ২০ আগস্টের। করিমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম হন অভিষেক। নিয়ে আসা হয় শিলচরের সাউথ সিটি নার্সিংহোমে। ডা. সুজিতকুমার নন্দী পুরকায়স্থ পরীক্ষা করে জানান, মেরুদণ্ডে বেশ জখম৷ মাথায়ও চোট রয়েছে। দ্রুত মেরুদণ্ডের অপারেশন করিয়ে নেওয়া উচিত। সে জন্য তাকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডা. নন্দীপুরকায়স্থ। এ ব্যাপারে করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি এবং কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি নার্সিংহোমের কর্ণধার মৃদুল মজুমদারের সঙ্গে কথা বলেন।
মৃদুলবাবু জানান, বাইরে নিয়ে যাওয়ার পরামর্শের পরে এখানে চিকিতসার বিশেষ কিছু থাকে না। তবু যতদিন এখানে থাকছে, ততদিন ডা. নন্দীপুরকায়স্থ তাঁর দেখভাল করে চলেছেন।