India & World UpdatesAnalyticsBreaking News
দুপুরের আগেই রান্না সেরে নিন ! গরম মোকাবিলায় পরামর্শ কেন্দ্রের, চিঠি বিভিন্ন রাজ্যকে
১ মে ঃ দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহ চলতে থাকায় এ বার নড়েচড়ে বসল কেন্দ্র সরকার। গত কয়েকদিন ধরে পশ্চিম ও উত্তর ভারতের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে দেশের সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
তাপপ্রবাহ সংক্রান্ত জাতীয় অ্যাকশন প্ল্যানের দিকে মনযোগ আকর্ষণ করতেই চিঠি পাঠিয়েছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তীব্র গরমের মধ্যে কী করণীয় এবং কী করণীয় নয়, সে ব্যাপারে উপদেশাবলীও জারি করা হয়েছে। এই উপদেশে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের মধ্যে হালকা সুতির পোশাক পরতে যেমন বলা হয়েছে, তেমনি যতটা সম্ভব ঘরে থাকার কথা বলা হয়েছে।
এ দিকে বিকেলের দিকে ভারী কোনও কাজ না করতে বলা হয়েছে। রান্নার কাজ দুপুরের আগেই সেরে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। রান্নার সময় ঘরের দরজা জানালা খোলা রাখতে হবে, যাতে পর্যাপ্ত হাওয়া চলাচল করতে পারে। প্রচণ্ড গরমে চা, কফি, মদ এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রয়োজনে ঘরে তৈরি লেবুর জল, লস্যি, ফলের রস ইত্যাদি খাওয়া যেতে পারে। রাজ্যগুলোকে পাঠানো কেন্দ্রের ওই চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ১ মার্চ থেকে প্রত্যেক রাজ্যের প্রতিটি জেলায় গরমে কী কী সমস্যা হচ্ছে, তার উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতরগুলোকে গরম সংক্রান্ত সমস্যা মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীদের তৈরি রাখার কথা বলা হয়েছে।