Barak UpdatesHappeningsBreaking News
দুধপাতিলে করোনা রোগীর শেষকৃত্য সম্পন্ন রাইজিং সোসাইটির
২০ মে : করোনার প্রথম ঢেউয়ের সময়ও কিছু যুবক জীবনের ঝুঁকি নিয়ে কোভিডে মৃতদের দাহকার্যে এগিয়ে এসেছিল।এ বার দ্বিতীয় ঢেউয়েও এই যুবকরা করোনা রোগীদের শেষকৃত্যে শামিল হয়েছে। রাইজিং ইয়ুথ সোসাইটির এই যুবকদের এমন উদ্যোগ খুব স্বাভাবিকভাবেই প্রশংসার দাবিদার।
বুধবার ছোট দুধ বাতিলের বাগান এলাকার বিশিষ্ট ব্যক্তি রাম বিজয় বিন করোনা আক্রান্ত হয়ে মারা যান। তারপর অবশ্য কাছাড়ের জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তরফে গাড়ি দিয়ে মৃতদেহ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। কিন্তু মহামারীর ভয়ে এই ব্যক্তির দাহকার্যে গ্রামের মানুষ এগিয়ে আসেননি। তারপরই খবর দেওয়া হয় শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটিকে।
এর কিছুক্ষণের মধ্যেই সংস্থার পাঁচ সদস্য ছুটে গিয়ে ছোট দুধ পাতিলের এক জনশূন্য এলাকায় নিয়ে মৃতদেহকে সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি মেনে দাহ করেন। এই সৎকারে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পিনাক রায়, সঞ্জয় দাস, তনুজ দত্ত, রাহুল রায়, বিজিত শর্মা | এ ব্যাপারে সংস্থার সভাপতি পিনাক রায় বলেন, করোনা নিয়ে অবশ্যই সবাইকে সতর্ক হবে এবং রোগকে ভয় করতে হবে রোগীকে নয়।