NE UpdatesHappeningsBreaking News
দুদিনের জন্য ৩০ ও ৩১ জুলাই আসামে আন্তঃজেলা বাস পরিষেবা
২৯ জুলাই : কোভিড আতঙ্কের মধ্যেই আসামে দুদিনের জন্য বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার। লকডাউনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়া লোকদের সুবিধার জন্য এই আন্তজেলা যাতায়াতের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী ৩০ ও ৩১ জুলাই দু’দিনের জন্য রাজ্যে আন্তজেলা বাস পরিষেবা চালু করা হচ্ছে। এই পরিষেবা লাভ করার জন যাত্রীরা পরিবহণ বিভাগের redbus.in -এ বুকিং করে টিকিট পেতে পারেন। আসাম রাজ্য পরিবহণ বিভাগের চেয়ারম্যান অশোক ভট্টরায় জানান, ইতিমধ্যেই বৃহস্পতিবার ৫১টি ও শুক্রবার ৫২টি বাসে যাত্রীরা টিকিট বুকিং করেছেন।
এই দুদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বাসগুলো চলাচল করবে। এই বাসে চলাচলকারী যাত্রীদের সব ধরনের কোভিড নিয়মবিধি পালন করার কথা বলেছে সরকার। যাত্রীদের বাসে ওঠার আগে মাস্ক পরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করতে হবে। বিভাগের চেয়ারম্যান ভট্টরায় বলেন, যে পয়েন্টগুলো থেকে যাত্রীরা বাসে উঠবেন, সেখানে সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ও লকডাউনের জন্য গত কিছুদিন থেকে আন্তজেলা বাস পরিষেবা বন্ধ ছিল।