Barak UpdatesHappeningsBreaking News
দুটি স্কুলের পড়ুয়াদের মধ্যে বস্ত্র বিতরণ করল মহর্ষি বিদ্যামন্দির
ওয়ে টু বরাক, ১১ এপ্রিল : শিলচরের মহর্ষি বিদ্যামন্দিরের উদ্যোগে আজ মঙ্গলবার ধোয়ারবন্দ অঞ্চলের কালাছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং ব্রজকিশোর ধোয়ারবন্দ হাইস্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণের আগে বক্তব্য রাখতে গিয়ে মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষা সমিতা দত্ত বলেন, আমাদের স্কুল পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেক সেবামূলক কাজও করে থাকে। মূলতঃ এই বস্ত্রগুলি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের ঘর থেকে এনে দিয়েছে এবং তার ফলে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সেবামূলক কাজ করার মানসিকতা গড়ে উঠবে। এই কাজে সহযোগিতা করার জন্য তিনি মহর্ষি বিদ্যামন্দিরের প্রত্যেক অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই অনুষ্ঠানে দুটো স্কুল মিলে প্রায় আটশো ছাত্রছাত্রীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। দুটি স্কুলের প্রধান শিক্ষক যথাক্রমে অমলেন্দু চক্রবর্তী ও বশিষ্ঠ তেওয়ারি মহর্ষি বিদ্যামন্দিরের এ ধরনের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং অধ্যক্ষা, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে মহর্ষি বিদ্যামন্দিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বরাজ চক্রবর্তী, ইন্দিরা সিনহা, বিশ্বদ্বীপ রায়, বিশ্বলোক মিত্র, অর্ঘরাজ ভট্টাচার্য, চন্দ্রশেখর প্রসাদ প্রমুখ। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্যে ব্রজকিশোর ধোয়ারবন্দ হাইস্কুলের সভাপতি অর্ণব দে।