Barak UpdatesHappeningsBreaking News
ধোয়ারবন্দে চালু ১০৮ সেবা
৩ ফেব্রুয়ারি: ধোয়ারবন্দ বস্তি হেলথ সাব-সেন্টারে ১০৮ অ্যাম্বুল্যান্স সেবা চালু হয়েছে৷ এক সভার মাধ্যমে মঙ্গলবার এই সেবার সূচনা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক সুদীপজ্যোতি দাস, জেলা প্রজেক্ট ম্যানেজার রাহুল ঘোষ, রোজকান্দি বাগানের ম্যানেজার তথা টিম ওয়ান ফাউন্ডেশনের সভাপতি ঈশ্বরভাই ওবাদিয়া, পশ্চিম ধলাই-র জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানি যাদব, টিম ওয়ান ফাউন্ডেশন-এর সম্পাদক অরিজিৎ গোস্বামী, লোহারবন্দের সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, ধোয়ারবন্দের সভাপতি মীনাক্ষী মাল, বাগবাহারের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সোনালি রায়, ধোয়ারবন্দ হাইস্কুলের প্রধানশিক্ষক শেখর ভট্টাচার্য, শিক্ষক বশিষ্ঠ তিওয়ারি, পার্থসারথি ভট্টাচার্য, সমাজসেবী দিলীপ কুমার দে প্রমুখ৷ সঞ্চালনা করেন ধর্মেন্দ্র তিওয়ারি ও বিভাস চক্রবর্তী ৷
এই কাজের জন্য জোর আওয়াজ তুলেছিলেন ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি৷ তাকেএই কাজে বিশেষ করে সাহায্য করে টিম ইন্ডিয়া ফাউন্ডেশন৷