Barak UpdatesHappeningsBreaking News
দীপাবলি, ছটপুজোর আগে রাস্তা সংস্কারের দাবি
ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : দুর্গাপূজার আগে প্রতি বছর ভাঙাচোরা রাস্তা মেরামত করা হতো৷ কিন্তু এ বার ভয়ঙ্কর রাস্তাতেও কাজ হয়নি৷ অভিযোগ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ও মুখপাত্র সঞ্জীব রায়। তিনি বলেন, উপত্যকার প্রতিনিধিরা এই জায়গায় ব্যর্থ হয়েছেন৷ বধির ও বোবা সরকার৷ নিজে থেকে কিছু করার আশাই করা যায় না৷ এ বার কালী পূজা, দীপাবলি ও ছট পূজা ৷ বিভিন্ন জাতি ও ভাষার মানুষ উৎসব উদযাপন করবেন। সঞ্জীবের কথায়, এখনও অসম সরকারের কোনও উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না৷ বরাকের প্রতি বর্তমান সরকারের সৎ মায়ের মনোভাবই তাতে প্রমাণিত। জনপ্রতিনিধিরা আগের মতই নীরব পর্যবেক্ষক।
কংগ্রেস মুখপাত্র মুখ্যমন্ত্রী এবং পূর্তমন্ত্রীকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করেন। যাতে সাধারণ মানুষ আসন্ন উৎসব উপভোগ করতে সমস্যায় না পড়েন।