Barak UpdatesBreaking News
মহাত্মাকে স্মরণ করে শুরু গান্ধীমেলাGandhi Mela inaugurated by paying rich tribute to the Mahatma
৩০ জানুয়ারি : গান্ধীজির মৃত্যুদিনে বুধবার শিলচরে শুরু হল ঐতিহ্যবাহী গান্ধী মেলা। এ দিন বিকেলে গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান করে এই মেলার সূচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই মেলা শুধু শিলচর বা বরাক উপত্যকায়ই নয়, আসাম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের গর্ব। বছরের পর বছর ধরে মেলায় বিভিন্ন ধরনের মানুষ শামিল হন। তাছাড়া মেলার মাধ্যমে গান্ধীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সুযোগ পান বরাকের মানুষ। তিনি আরও বলেন, গত ৬৯ বছর ধরে ঐতিহ্যের সঙ্গে মেলাটি চলে আসছে।
বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় বিভিন্ন বিষয় তুলে অতীত স্মৃতি রোমন্থন করেন। তিনি জানান, মেলা শুরুর সময় থেকে তাদের পরিবারের সঙ্গে মেলার স্মৃতি জড়িত রয়েছে।
শিলচরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস বলেছেন, গান্ধীজির আদর্শ নিয়ে এই মেলা শুরু হয়েছে ঠিকই, তবে আজ সেই জায়গা থেকে কিছুটা সরে এসে ব্যবসায়িক কেন্দ্র হয়ে ঊঠেছে। তবে মেলায় আসা সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
গান্ধীমেলার উদ্বোধনী মঞ্চে এ দিন অন্যদের মধ্যে ছিলেন পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি সৌরিন্দ্র মোহন ভট্টাচার্য, দীপায়ন চক্রবর্তী প্রমুখ। প্রসঙ্গত, এ বার গান্ধীমেলা মূলত মহিলাদের দ্বারা পরিচালিত হবে। ফলে মেলা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২৪নং ওয়ার্ডের কমিশনার মধুমিতা সোম।